Published : 09 Jun 2025, 09:29 AM
কোরবানির ঈদ ঘিরে এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টিভিসহ বিভিন্ন টেলিভিশন স্টেশন একক ও ধারাবাহিক নাটক প্রচারের সাত দিনের পরিকল্পনা নিয়েছে। কোনো কোনো স্টেশন নাটক ছাড়াও টেলিফিল্ম দেখাচ্ছে।
সোমবার ঈদের তৃতীয় দিন কোন টিভিতে কোন নাটক দেখা যাবে তা নিয়ে গ্লিটজের এই আয়োজন।
চ্যানেল আইয়ে দুই নাটক ও তিন টেলিফিল্ম
চ্যানেল আইয়ের তৃতীয় দিনের আয়োজনে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অসময়ের লাল গোলাপ’। রচনা ও পরিচালনায় করেছেন সৈয়দ শাকিল। অভিনয়ে আছেন খায়রুল বাশার, তানজিন তিশা।
এদিন বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত টেলিফিল্ম ‘জামাই বেশি বুঝে’। রচনা ও পরিচালনা করেছেন সোহেল হাসান।
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ 'ছোটকাকু রহস্যের’ চতুর্থ পর্ব দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
আটপর্বের এই সিরিজ নির্মাণ করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্তসহ অনেকে।
একক নাটক ‘তোমার আমার’ দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেইন বাপ্পি। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
এছাড়া নাটক ‘হরবোলা’ প্রচার হবে রাত সাড়ে ৯টায়। আবদুল্লাহ জহির বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন নিলয় আলমগীর, সুমনা ইয়াসমিন সায়মা, লুৎফর রহমান জর্জ।
এনটিভিতে 'তোমার অপেক্ষায়'
সকাল ৮টায় দেখা যাবে 'বিহাইন্ড দ্য পাপ্পি' ধারাবাহিক নাটকের তৃতীয় পর্ব। রেদওয়ান রনির পরিচালনায় নাটকের চিত্রনাট্য করেছেন তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী।
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক 'তোমার অপেক্ষায়'। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও আইশা খান।
টেলিফিল্ম 'কে কখন কোথায়' দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।
অভিনয় করেছেন পার্থ শেখ, আইশা খান, মীর রাব্বি, খায়রুল আলম টিপু।
সন্ধ্যা ৬টা ৪০ এ দেখা যাবে 'প্লিজ আমাকে ক্ষমা করে দাও' নাটকটির তৃতীয় পর্ব। নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসানসহ অনেকে।
একক নাটক 'বাকির খাতা ফাঁকি' প্রচার হবে রাত ৭টা ৫৫ মিনিটে। মুসাফির রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, টুনটুনি সোবহান।
আরও একটি একক নাটক 'চিফ গেস্ট' দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। এটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, হিমি, খলিলুর রহমান কাদরী, জাভেদ গাজী।
তৃতীয় দিনের শেষ নাটক 'প্রথম হারালো মন' দেখা যাবে রাত ১১ টা ৫ মিনিটে। এটি রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন আরশ খান, মাফতুহা জান্নাত জিম।
আরটিভিতে 'চল বদলে যাই'
ঈদের তৃতীয় দিনের আয়োজনে আরটিভিতে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটক 'দি সেলসম্যান’। রচনা ও পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'যদি আমি প্রেম করতাম’। এটি রচনা করেছেন ইসরাত আহমেদ ও পরিচালনায় আছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
এদিন রাত ৯টা ১০মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'মুশকিল আসান কোম্পানি'। সহীদ উন নবীর পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ।
সাড়ে ৯টায় দেখা যাবে একক নাটক 'চল বদলে যাই'। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
'কন্টেন্ট অফ দ্য ইয়ার' ধারাবাহিক নাটকের তৃতীয় পর্ব দেখা যাবে রাত ১১টায়। পাপ্পু রাজের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। অভিনয় করেছেন যাহের আলভী, মুসাফির সৈয়দ, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি।
বৈশাখী টেলিভিশন মেগা নাটক 'ব্ল্যাক মানি'
বৈশাখী টেলিভিশনের ঈদের দ্বিতীয় দিনের নাটকের আয়োজন শুরু হবে বিকেল ৫টা ৫০ মিনিটে। দেখা যাবে ধারাবাহিক নাটক ‘ঘরজামাইদের বাড়ির’ দ্বিতীয় পর্ব। অভিনয় করেছেন ডা. এজাজ, ফারজানা ছবি, এলেন শুভ্র, ফারজানা আহসান মিহি, কাজী রাজু, আহসানুল হক মিনু, রিমি করিম। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন সজীব মাহমুদ।
আরও একটি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০মিনিটে। নাটকের নাম ‘জোকার জলিল’। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু, অনুভব, নূপুর। রচনা করেছেন মিজানুর রহমান বেলাল এবং পরিচালনায় ছিলেন আদিত্য জনি।
ধারাবাহিক নাটক ‘জার্নি টু লন্ডনের’ দ্বিতীয় পর্ব দেখা যাবে রাত সাড়ে ৭টায়। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, শফিউল আলম বাবু, শফিক খান দিলু, আমিন আজাদ, নন্দিনী। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, চিত্রনাট্য করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন আল হাজেন।
একক নাটক ‘দশ মার এক পুত’ এ অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মনিরা মিঠু, শেলী আহসান, পাপিয়া, মৌ শিখা। নাটক রচনা ও পরিচালনা করেছেন নাজমুল রনি। দেখা যাবে রাত ৮টা ১০ মিনিটে।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঊভয় সংকট’। এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, ম আ সালাম, সুবর্ণা মজুমদার। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনায় ছিলেন ফরিদুল হাসান।
আরও দেখা যাবে নাটক ‘জুয়াড়ী’। পরিচালনা করেছেন শাহ নেওয়াজ রিপন। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, রেশমা আহমেদ। নাটকটি প্রচার হবে রাত ৯টা ৫৫ মিনিটে।
মেগা নাটক ‘ব্ল্যাক মানি’ প্রচারের মধ্য দিয়ে শেষ হবে ঈদের তৃতীয় দিনের আয়োজন। নাটকটি প্রচার হবে ১১টা ৪০ মিনিটে। অভিনয় করেছেন ওমর সানী, ডন, অমিত হাসান, কাজী হায়াৎ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর ।
মাছরাঙা টেলিভিশনে অপূর্ব ও ফারিণের 'ভুল থেকে ফুল'
মাছরাঙা টেলিভিশনে বিকাল ৫টা ৫০ মিনিটে নাটক 'ওস্তাদ কামড় খাঁ' প্রচারের মধ্য শুরু হবে ঈদের তৃতীয় দিনের আয়োজন। এটি রচনা করেছেন জায়েদ জুলহাস, পরিচালনা বর্ণনাথ। অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি জুটি।
ধারাবাহিক নাটক 'শশুড়ের বিয়ের' তৃতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা আল আমিন স্বপন ও পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মিহি আহসান।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'রূপকথার মতো'। আব্রাহাম তামিমের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া।
এদিন রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'থ্রি ইডিয়টস'। রচনা করেছেন অনামিকা মণ্ডল ও পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া।
রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'তুমি'। সুমন ধরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণের টেলিফিল্ম 'ভুল থেকে ফুল' দেখা যাবে রাত সাড়ে ১১টায়। এই নাটক দিয়েই মাছরাঙা টেলিভিশনের তৃতীয় দিনের আয়োজন শেষ হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
দীপ্ত টিভিতে 'আমার কি দোষ'
সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাবে একক নাটক 'আপন পর'। হাসিব হোসেন রাখির পরিচালনায় নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।
রাত ৮টায় দেখা যাবে আরও এক বিশেষ একক নাটক 'কোন এক বসন্ত বিকেল'। সৈয়দ শাকিলের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওই পাড়া থেকে সাবধান' এর তৃতীয় পর্ব দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়।
একক নাটক 'আমার কি দোষ' দেখা যাবে রাত ১০টায়। পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাফা কবির।