Published : 18 May 2024, 02:44 PM
অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যে দ্বৈত গানটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশের সংগীত শিল্পী আসিফ আকবর। সেই ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।
এর আগে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে আনুষ্ঠানিকভাবে গানটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে গত বুধবার।
এই গানে কণ্ঠ দিতে আসিফ মুম্বাই গিয়েছিলেন কিছুদিন আগে। সেখানে অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের কে এম স্টুডিও ও যশরাজ স্টুডিওতে একাধিক গানে কণ্ঠ দেন।
আসিফ ফেইসবুকে বলেছেন ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ মূলত মিউজিক ভিডিও। শুটিং হয়েছে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে এবং সাবা বশির।
আসিফ-অনুরাধার 'চিরদিনের জীবনসঙ্গিনী' আসছে
এ আর রহমানের স্টুডিও দেখে আসিফের হাহাকার
অনুরাধার কণ্ঠে গানটির রেকর্ডিং হয় গত মার্চ মাসে। সেবার ভিসা জটিলতায় আসিফের মুম্বাই যাওয়া পিছিয়ে যায়। বাদ থাকে আসিফের অংশটুকু। চলতি মাসে মুম্বাই গিয়ে সেই কাজটি সেরে নিয়েছেন আসিফ।
‘চিরদিনের জীবনসঙ্গিনী’ গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। এটি প্রকাশ হয়েছে ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিক থেকে।
এক সময় ক্যাসেট-সিডির যুগে রাজত্ব করেছেন কুমিল্লার শিল্পী আসিফ। প্রযুক্তির পরিবর্তনে পরিবর্তিত সময়েও তিনি বসে নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে আসিফ প্রায়ই গান প্রকাশ করেন। তাকে পাওয়া যায় কনসার্টেও। এছাড়া সোশাল মিডিয়ায় রয়েছে আসিফের সরব উপস্থিতি।
অনুরাধা পাড়োয়ালের আগে ভারতীয় শিল্পী কবীর সুমন, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও গান করেছেন আসিফ।