Published : 29 May 2025, 06:46 PM
কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি ‘হঠাৎ বৃষ্টি’ বানিয়ে দারুণ সাড়া তুলেছিলেন ২৭ বছর আগে। কেবল চিত্রনাট্য নয়, নচিকেতা চক্রবর্তীর গাওয়া গানগুলিও এই সিনেমাকে নিয়েছিল অন্য উচ্চতায়।
চিত্রনাট্যে কোনো ধরনের ‘বদল না এনে’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এতকাল বাদে ওই সিনেমার‘রিমেক’ করছেন পরিচালক কামরুজ্জামান।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র।
এতে উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নির্মাতা ছটকু আহমেদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমার মাধ্যমে অভিনেতা সাবেক এমপি ফেরদৌস আহমেদের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। নায়িকা হয়েছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী।
উত্তরার এক শুটিং বাড়িতে সোমবার ‘হঠাৎ বৃষ্টির’ মহরত হয়েছে। মহরতের মাধ্যমে শুটিং শুরু । এরপর শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং করা হবে।
ছটকু গ্লিটজকে বলেন, "আগের ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটাই রিমেক করা হচ্ছে। গল্প ও সিনেমা আগেটাই, ধরণ ও শুটিং লোকেশন পরিবর্তন হবে। দেশের লোকেশনে শুটিং করা হবে। আগে ভারতীয় পটভূমি ছিল এখন সম্পূর্ণ বাংলাদেশে শুটিং হবে।“
রোমান্টিক গল্প সবসময় দর্শক প্রিয়তা পায়-এই বিবেচনায় সিনেমাটি নতুন করে তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ছটকু।
পরিচালক কামরুজ্জামান বলেছেন, সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী অজিত ও দীপার চরিত্রে অভিনয় করবেন দুই নতুন মুখ সাদী খান ও রাফিদা।
এ ছাড়া গুরুপূর্ণ কয়েবটি চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু।
কামরুজ্জামান বলেন, "‘হঠাৎ বৃষ্টি’ আমাদের কাছে এক নস্টালজিয়া। সিনেমাটি নতুন করে দর্শকের সামনে নিয়ে আসা আনন্দের। আমাদের শুটিং চলছে, সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।“
দর্শকের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করছেন নির্মাতা।