Published : 12 May 2025, 02:23 PM
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। এই সম্মাননা এই শিল্পীকে সংগীতের দুনিয়ায় চলার পথে আরো উজ্জীবিত করে তুললো বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বসছে এই পুরস্কার আয়োজনের আসর। এবারের আসরে ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আজীবন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফেরদৌস আরা গ্লিটজকে বলেন, “দীর্ঘ সংগীতযাত্রায় এই সম্মাননা পাওয়াটা আমার জন্য গৌরবের, একই সঙ্গে আগামী দিনের কাজের অনুপ্রেরণা।"
সংগীতের ভূবনে দীর্ঘ পথচলার গতি তার এখন ‘সচল ও সুন্দর’ আছে বলে জানিয়েছেন ফেরদৌস আরা।
তিনি বলেন, “গলার অবস্থা ভালো আছে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এই সম্মাননা আমাকে আরও খানিকটা এগিয়ে দিল, আরও উজ্জীবিত করল।”
এই গায়িকার কথায়, দেশে সাধারণত বয়সের শেষ দিকে বা মৃত্যুর পরে এই ধরনের সম্মাননা দেওয়া হয়। সে দিক থেকে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি।
ফেরদৌস আরা বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে সারাজীবন কাজ করার ইচ্ছে ছিল। তরুণদের নিয়ে কাজ করতে চাই। এই সম্মাননা সেই কাজকে আরও বেগবান করবে বলে মনে হয়।”
নজরুলগীতির বর্তমান প্রজন্মের গ্রহণযোগ্যতা নিয়ে এই সংগীতশিল্পীর ভাষ্য, “এখন অনেক প্রতিযোগিতা ও প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে তরুণেরা অংশ নিচ্ছে। আগে পরিবারগুলো অনেক সময় ছেলেমেয়েদের প্রতিভার প্রতি উদাসীন থাকত, এখন সেটা বদলেছে। প্রত্যন্ত অঞ্চল থেকেও এখন তরুণেরা নজরুলগীতি চর্চা করছে। এটা আশাব্যঞ্জক।”
আগামী ২৪ মে নজরুল জয়ন্তী, সেটি ঘিরে বেশ কিছু আয়োজনেও ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস আরা। সেদিন তার সংগীত শিক্ষালয় ‘সুর সপ্তক’ থেকে শিল্পকলা একাডেমিতে পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন ফেরদৌস আরা।
“সেখানে পুরো দল নিয়ে আমরা ক্ল্যাসিক্যাল সংগীত করব। চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনে নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ প্রোগ্রামে অংশ নিচ্ছি।”
নতুন গান নিয়ে এই শিল্পী বলেন, “নজরুলের গানের তো বিশাল সম্ভার। আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমার পরিবেশনায় সেই গানগুলো প্রাধান্য থাকে যে গানগুলো নজরুলের লেখা, নজরুলের সুর, কিন্তু পাওয়া গেছে নতুন করে বা সাম্প্রতিক সময়ে।
“সেগুলোকে নতুন করে গাওয়ার চেষ্টা করি। সামনে আনার চেষ্টা করি৷ অনেক গুলো গানের সুর অন্যরা অন্যরকম ভাবে গাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আদি রেকর্ড থেকে প্রমিত সুরে, শুদ্ধ বাণীতে সেই গান করছি। যার জন্য নতুনত্ব থাকে।”
২০০৪ সালে দেশের সংগীত চর্চাকে আরও সংগঠিত ও উৎসাহিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।
সেই ধারাবাহিকতায় এবার আয়োজনের ১৯তম আসর বসছে। দীর্ঘ এই পথচলায় দেশের বহু শিল্পী পেয়েছেন এই সম্মাননা।