Published : 03 Jul 2025, 06:50 PM
হেভি মেটাল ব্যান্ড 'মেকানিক্স' এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন গিটারিস্ট ইমরান আহমেদ খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
ইমরান গ্লিটজকে বলেন, “গত মাসে খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না।
“ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তারা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তা হলে হয়ত একটু এগোনো সম্ভব হবে।”
২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ।
২০০৮ সালে ইমরান 'মেকানিক্স' ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।
পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান।
২০১১ সালে ‘মেকানিক্সের’ প্রথম অ্যালবাম ‘অপরাজেয়’ প্রকাশিত হয়।
১৯ বছরের পথচলায় 'কালো বিক্ষোভ', 'ভ্রান্ত স্বপ্ন', 'বিস্ময়', 'বোধ', 'প্রতিপক্ষ', 'হাওয়ার নামে', 'পৃথিবী ২০১১', 'অপরাজেয়, 'গৃহপালিত সভ্যতা', 'পতাকাটা',' ম্লানচিত্র'সহ অসংখ্য দর্শকপ্রিয় গান রয়েছে মেকানিক্সের।