Published : 11 May 2025, 12:12 PM
দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এসেছে থ্রিলার সিরিজ ‘ফ্যাঁকড়া’, আইস্ক্রিনে দেখা যাচ্ছে শবনম ফেরদৌসীর লোকগানভিত্তিক সিনেমা ‘আজব কারখানা’।
জি ফাইভে এসেছে ব্যাংক ডাকাতির বাস্তব ঘটনানির্ভর সিনেমা ‘বহুরূপী’, আর অ্যামাজন প্রাইম ভিডিওতে জায়গা করে নিয়েছে অস্কারজয়ী সিনেমা ‘কনক্লেভ’।
এ সপ্তাহে ওটিটিতে প্রেম ও অপরাধ, আত্ম-অনুসন্ধান, সত্য ঘটনা, পোপ নির্বাচন নিয়ে নির্মিত এই সিরিজ ও সিনেমাগুলোর খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
বঙ্গতে ‘ফ্যাঁকড়া’
বঙ্গতে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ চলছে। আসিফ চৌধুরীর নির্মাণে এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, সারাহ আলম, নিদ্রা দে নেহাসহ অনেকে।
সিরিজের গল্পে দেখা গেছে প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। এক সময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী।
এরপর নিহত নারীর স্বামী নামেন অপরাধীদের খুঁজে বের করার এক অভিযানে। অপরাধীরা বাঁচানোর চেষ্টায় ছুটতে থাকে। প্রতিটি পদক্ষেপে জড়িয়ে পড়ে আরও বিপদে, বিভ্রান্তি আর দুর্বলতায়।
আইস্ক্রিনে পরমব্রতর 'আজব কারখানা'
শবনম ফেরদৌসী পরিচালিত 'আজব কারখানা' সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে গত বছরের ১২ জুলাই। সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান।
রাজীব নামের এক রকস্টারের জীবন নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। যে রকস্টার তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। এক টেলিভিশন চ্যানেল থেকে তাকে লোকসংগীতভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দেওয়া হয়। রাজীব প্রথমে রাজি না হলেও তাকে রাজি করায় প্রযোজক।
গ্রামীণ বাউলদের সঙ্গে কথা বলার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় তাকে। গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে জীবনের নতুন অর্থ খুঁজে পায় রাজীব। রক গান বাদ দিয়ে শুরু করেন লোকগান।
জি ফাইভে 'বহুরূপী'
গত বছরের অক্টোবরে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'বহুরূপী' সিনেমা। ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুর গ্রামে ঘটে যাওয়া একাধিক ব্যাংক ডাকাতির ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায়।
সিনেমায় শিবপ্রসাদকে দেখা গেছে প্রধান চরিত্রে; যিনি বহুরূপী সেজে বিভিন্ন ব্যাংক ডাকাতি করে থাকেন। আর তাকে খুঁজে বের করতে মাঠে নামে পুলিশ অফিসার আবীর চট্টোপাধ্যায়।
ডাকাত-পুলিশের এই গল্পে কে জয়ী হয় সেই ঘটনা দেখা গেছে সিনেমায়।
'কনক্লেভ' এল ওটিটিতে
চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ছয় থেকে সাতটি সিনেমার মধ্যে আলোচিত একটি চলচ্চিত্র ‘কনক্লেভ’। সিনেমাটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
রোমান ক্যাথলিক চার্চের নেতা পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া ঘিরে নানা ঘটনা নিয়ে এই সিনেমার চিত্রনাট্যে তৈরি হয়েছে। তাতে উঠে এসেছে ক্যাথলিক চার্চের ভেতরের জটিলতাও।
রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস 'কনক্লেভ' অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। পরিচালক এডওয়ার্ড বার্জারও তার সিনেমার নামটি রাখেন উপন্যাসের নামেই।
'কনক্লেভ' মুক্তি পায় গেল বছরের ২৯ নভেম্বর যুক্তরাজ্যে। ‘কনক্লেভ’ এবারের অস্কারের মঞ্চে ‘সেরা রূপান্তরিত চিত্রনাট্য’ শাখায় পুরস্কার জিতেছে।
‘কনক্লেভে’ অভিনয় করেছেন রাফ ফাইঞ্জ , স্ট্যানলি টুচি, ইসাবেলা রোসেলিনিসহ অনেকে।