Published : 19 Dec 2024, 05:17 PM
জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসেন র্যাপশিল্পী সেজান। এবার তিনি নাম লেখালেন সিনেমার গানে।
‘প্রিয় মালতী’ নামের যে সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সেই সিনেমার ‘এই শহর স্বার্থপর’ গানে কণ্ঠ দিয়েছেন সেজান। গানে সেজানের সঙ্গে আছেন আহমেদ হাসান সানি।
বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রকাশ হয়েছে ‘এই শহর স্বার্থপর’ গান। বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা।
গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সংগীত করেছেন সেজান।
সানি বলেন,"এই শহরে যে সাম্য নেই, সেটাই এ গানে উঠে এসেছে। এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কিতে সেই ঢংটা রাখার চেষ্টা করা হয়েছে।"
শুক্রবার মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’ সিনেমা।
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সিনেমাটি বানিয়েছেন।
সিনেমার গল্পে মেহজাবীন মালতী রানী দাশ নামের চরিত্রটি করেছেন। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুঁটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দপতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন শঙ্খ।
সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম,মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখার বাজার-বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
আরও পড়ুন:
আজ কেবল আমি প্রশ্ন করব, বললেন মেহজাবীন
দর্শক 'ভাবাবে' মেহজাবীনের 'প্রিয় মালতী'
সিনেমার 'পোস্টারে ঢাকা' তনুর গ্রাফিতি, ক্ষমা চাইলেন মেহজাবীন