Published : 20 Oct 2024, 07:40 PM
পাকিস্তানের তারকা সংগীত শিল্পী আতিফ আসলাম কনসার্ট করতে ঢাকায় একা আসছেন না; তার সঙ্গী হয়েছেন দেশটির আরেক তরুণ শিল্পী আবদুল হান্নান।
পাশাপাশি মঞ্চে থাকছেন বাংলাদেশের গায়ক তাহসান খান এবং ব্যান্ড কাকতালের শিল্পীরা।
আগামী ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের ওই কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মত ঢাকায় আসছেন আতিফ।
আয়োজক প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম গ্লিটজকে বলেন, "গত বছর থেকেই আমাদের পরিকল্পনা ছিল আতিফ আসলামকে বাংলাদেশে আনার। তবে এর মধ্যেই এপ্রিলে বড় একটি প্রতিষ্ঠান থেকে উনাকে আনা হয়। যার জন্য একই বছরে দুইবার ঢাকায় আসা হচ্ছে এই শিল্পীর।"
কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে। 'টিকেট টুমরো' নামের সাইটে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে এই টিকেট।
প্রথম সারির জন্য টিকেট মূল্য হয়েছে ৪৫০০ টাকা; আর সাধারণ সারির টিকেট পাওয়া যাচ্ছে আড়াই হাজার টাকায়।
শবনম বলেছেন, টিকেট বিক্রির প্রথম দিনে এক মিলিয়নেরও বেশি মানুষ 'টিকেট টুমরো' সাইটটি ভিজিট করেছেন এবং কোনো ট্রাফিক ছাড়াই সবাই টিকেট কাটতে পারছে।
এছাড়া দর্শক চাইলে ইভেন্টের টিকেট ‘তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে’ বলে ভাষ্য শবনমের।
কনসার্টে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা’ জোরদার করার’ পরিকল্পনাও নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
শবনম বলেছেন কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়; সন্ধ্যা ৭টায় এন্ট্রি গেইট বন্ধ করে দেওয়া হবে।
২০০৩ সালে ব্যান্ড দল জলের সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।
চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় ‘আর্টস অ্যান্ড মিউজিক’ ফেস্টে গান করেছিলেন এই শিল্পী। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল সেই কনসার্ট।