Published : 24 Jan 2024, 08:44 AM
দুই বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটছে আমেরিকার সংগীত তারকা আরিয়ানা গ্রান্ডে ও তার স্বামী ডালটন গোমেজের। লস এঞ্জেলেসে সোমবার বিচ্ছেদের আবেদন করেছেন গ্রান্ডে। দুজনের মধ্যে ‘অসমাধানযোগ্য বিশাল পার্থক্যের’ কারণে এই বিচ্ছেদ হচ্ছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
৩০ বছর বয়সী গ্রান্ডে তার চেয়ে দুই বছরের ছোট গোমেজকে বিয়ে করেন ২০২১ সালে। গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
খুব ছোট পরিসরে ২০ জনেরও কম লোকজন নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। পরবর্তীকালে গ্রান্ডে তাদের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে, যেগুলো তোলা হয়েছিল ক্যালিফোর্নিয়ার মন্টিসিটোতে।
২০২০ সালে ‘স্ট্যাক উইথ ইউ’ গান প্রকাশের সেঙ্গ সঙ্গে গোমেজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আরিয়ানা গ্রান্ডে। জাস্টিন বিবারের সঙ্গে তিনি ওই গান করেছিলেন। পরে গোমেজকে দেখা যায় ওই গানের মিউজিক ভিডিওতে। একই বছর তারা বাগদানের ঘোষণা দেন।
তবে গত জুলাই থেকেই এই জুটি আলাদা থাকছেন বলে গুঞ্জন চলছিল। সংবাদসূত্র: সিএনএন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)