Published : 05 Oct 2024, 04:15 PM
বাংলাদেশ টেলিভিশন-বিটিভির জন্য নির্মিত হয়েছে সাপ্তাহিক একক নাটক ‘দৃষ্টিকোণ’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘দৃষ্টিকোণ’।
এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, সালহা খানম নাদিয়া, আরিফ হোসেন, আশরাফ হোসেন, জাহিদুল ইসলাম, অপু হাসান, ডেভোরা সিলভিয়া, সুজন, শামিম হোসেন ও ফাতেমা হীরা।
নাটকের গল্পে দেখা যাবে, ঋক ও নেহা পাশাপাশি ফ্ল্যাটের দুই বাসিন্দা। বাড়ির মালিক প্রভাতের ভাগ্নে ঋক। আর নেহা থাকে তার বোন-দুলাভাইয়ের সঙ্গে।
আনুষ্ঠানিকভাবে ঋক ও নেহার বিয়ের কথাও শুরু হয়। কিন্তু নেহার ঠোঁটকাটা স্বভাবের জন্য ঋকের মামা বিয়েতে আপত্তি তোলেন। একপর্যায়ে সম্পর্ক ভেঙে গেলে দুই পরিবারই উপলব্ধি করে, তারা আলাদা হয়ে থাকলেও পরস্পরকে খুব ভালোবাসে।
নাটকটির রচয়িতা শফিকুর রহমান শান্তনু বলেছেন, মানুষে দৃষ্টিভঙ্গির ভিন্নতা নিয়ে বার্তা এই নাটকে তুলে ধরা হয়েছে।