Published : 14 May 2024, 04:37 PM
কোক স্টুডিও বাংলার ‘কথা কোইয়া না’ গানের শিল্পী আলেয়া বেগমের নতুন পরিচয় সামনে এসেছে। তিনি কেবল গাইয়ে নন, একজন সুরকারও বটে।
আর আলেয়ার সুরে একটি গান করে আলোচনায় এসেছেন তার মেয়ে ইন্নিমা রোশনী।
‘মায়ের আঁচল’ শিরোনামের গানটির কথা আলেয়ার ভাই মোয়াজ্জেম হোসেনের লেখা। গানের সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন।
রোববার মা দিবসের সন্ধ্যায় গানটি প্রকাশ করেছে সংগীতের নতুন প্ল্যাটফর্ম টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশন।
বিজ্ঞপ্তিতে লিভিং রুম সেশন লিখেছে, ইন্নিমার বাবাও একজন বাউল শিল্পী, তার নাম আবুল সরকার। ইন্নিমার ‘মায়ের আঁচল’ গানটি শোনা হয় ছোটবেলায় মায়ের মুখে।
কিছুদিন আগে ইন্নিমা নিজের মত করে ওই গানটি গেয়ে ইউটিউবে প্রকাশ করেন। যা চোখে পড়ে সংগীত পরিচালক পাভেল আরিনের। পরে আরিনের স্টুডিওতে ডাক পান ইন্নিমা এবং আধুনিক সংগীতায়োজনে ইন্নিমার গলায় ‘মায়ের আঁচল’ লিভিং রুম সেশনে প্রকাশ করা হয়।
ইন্নিমা বলেন, “গান শুনে আমার বাবা কেঁদেছেন। মাও দারুণ খুশি। এত সুন্দর ও সিম্পল মিউজিক অ্যারেঞ্জমেন্টে গানটি তৈরি করেছেন পাভেল ভাই, যাতে গানটি আরও শ্রুতিমধুর হয়ে গেছে। আমি সত্যিই খুশি মা দিবসে মাকে এমন একটা উপহার দিতে পেরে। লিভিং রুম সেশনের প্রতিও আমার কৃতজ্ঞতা।”
সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, “ইন্নিমার কণ্ঠে গানটি যখন শুনি, আমার মনে হয়েছে মাকে নিয়ে লেখা আমাদের গানগুলোর মধ্যে এ গান একটি বিশেষ জায়গা করে নিতে পারে। মায়ের প্রতি এমন নিবেদন কথা ও সুরে সত্যিই অনবদ্য। ইন্নিমাও প্রতিশ্রুতিশীল একজন শিল্পী।”
পাভেল আরিনের হাত ধরে যাত্রা শুরু করা ‘লিভিং রুম সেশনে’ নিয়মিতভাবে গান হচ্ছে।