Published : 13 Jun 2024, 07:09 PM
আসছে কোরবানির ঈদে বাংলাদেশ টেলিভিশন যেসব অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা সাজিয়েছে, তার মধ্যে বড় অংশ জুড়ে রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, এবারে তিন দিন চলবে ব্যান্ড সংগীতের অনুষ্ঠান।
সাহরিয়ার হাসানের প্রযোজনায় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল 'ডিফরেন্ট টাচ', 'নকশীকাঁথা', 'হ্যালো', 'দূরবীন' ও 'বিজয়'।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন গান শোনাবেন 'নকীব খান'; আরো থাকছে 'ওয়ারফেজ', 'পেন্টাগন', 'ব্ল্যাক' ও 'লেভেল ফাইভ'র পরিবেশনা।
দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠান উপস্থাপনা করবেন মোমরেজ মাহমুদ, প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।