Published : 17 Jan 2024, 05:42 PM
সত্তর সালে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতে বলিউডে পা রেখেছিলেন জিনাত আমান। ইন্ডাস্ট্রির লাস্যময়ী নায়িকা ছিলেন।
ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর ৭০ বছর বয়সে আবারও নতুন করে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। ইচ্ছে রয়েছে হিন্দি সিনেমায় প্রত্যাবর্তনেরও। তবে গত ১০ দিন ধরে অভিনেত্রী বেশ অসুস্থ বলেই জানা গেছে।
শনিবার জিনাত ইনস্টাগ্রামে নিজেই তার অসুস্থতার কথা জানান।
একটি ফটোশুটের বেশি কিছু ছবি দিয়ে নিজের শারিরীক অবস্থা জানাতে অভিনেত্রী লেখেন, “গত ১০ দিন ধরে শয্যাশায়ী। ওঠার ক্ষমতা নেই। এদিকে সামনের গোটা সপ্তাহ কাজে ঠাসা।”
১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমা দিয়ে অভিনয়ের পথচলা শুরু করেন জিনাত। এরপর ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’ এর মতো সুপারহিট সব সিনেমা দিয়ে ঝড় তোলেন তিনি।
শোনা যাচ্ছে, শিগগিরি পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। এ সিনেমায় অভিনেত্রী ছাড়াও রয়েছেন অভয় দেওল এবং শাবানা আজমি।
সংবাদ সূত্র: আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)