Published : 09 Jun 2024, 11:41 AM
যে দুর্ঘটনার জন্য হিন্দি সিনেমার অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের আরেকটু হলেই হাজতবাস হতে যাচ্ছিল, তাতে এই অভিনেত্রীর যোগসূত্রতার লেশমাত্র নেই বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
আর যারা শুরু থেকে বলছিলেন রাভিনা নির্দোষ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নব্বই দশকের এই নায়িকা।
সোশাল মিডিয়ায় রাভিনা এক পোস্টে বলেন, "ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। তবে শেষ পর্যন্ত এই কাহিনীর মূল কথা কি দাঁড়াল জানেন? ড্যাশক্যাম (গাড়িতে ব্যবহৃত ক্যামেরা বিশেষ) ও সিসি ক্যামেরা লাগিয়ে রাখুন।"
রাভিনার এই কথার মর্ম বুঝতে হলে ফিরতে হবে কয়েকদিন আগের একটি ঘটনায়।
ভারতীয় সাংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মুম্বাইয়ের রাস্তায় রাভিনার চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে তিন পথচারীকে ধাক্কা দেন। পরে ক্ষমা চেয়ে বিষয়টা মেটানোর বদলে অভিনেত্রী নাকি তাদের ওপর পাল্টা চড়াও হন। তাতেই আহত পথচারীরা খেপে যান। ওই ঘটনার সময় অভিনেত্রী মদ্যপ ছিলেন, এমন দাবিও করা হয়।
পরে বিষয়টি নিয়ে থানা পুলিশ হলে, তদন্ত করে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, রাভিনা আসলে মদ্যপ ছিলেন না।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রাজতিলক রোশন বলেছেন, অভিনেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, সেটার সত্যতা তারা খুঁজে পাননি।
তিনি বলেন, ওই এলাকার সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে তারা কোথাও কাউকে গাড়িচাপা দেওয়ার ঘটনা খুঁজে পাননি। পথচারীরা যখন আপত্তিকর ভাষায় গালি দিচ্ছিলেন, তখন রাভিনা তার গাড়ির চালককে রক্ষা করার চেষ্টা করেছেন।
এছাড়া সে সময়ে উপস্থিত অন্য পথচারীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে রভিনাকে এ ঘটনায় ছাড়পত্র দিয়েছে মুম্বাই পুলিশ।
রাস্তার সিসি ক্যামেরার ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেত্রী ও লোকসভা নির্বাচনে জয়ী এমপি কঙ্গনা রানাউত রাভিনার পাশে দাঁড়ান। পথচারীরা যেভাবে রাভিনার ওপর চড়াও হয়েছিলেন, তার তীব্র নিন্দা জানিয়ে কঙ্গনা বিবৃতি দেন।
এতদিন ঘটনাটি নিয়ে রাভিনা চুপচাপ থাকলেও, নির্দোষ প্রমাণ হওয়ার পর সোশাল মিডিয়ায় ব্যাপারটি নিয়ে প্রতিক্রিয়া জানালেন।