Published : 27 Dec 2022, 11:58 AM
ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যার’ ঘটনায় আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজতে আছেন তার সাবেক প্রেমিক অভিনেতা শেজান খান। সংবাদকর্মীদের ‘অতি কৌতুহলে’ ত্যাক্ত-বিরক্ত শেজানের পরিবার তাদের ‘ব্যক্তিগত গোপনীয়তার’ প্রতি সম্মান জানানোর অনুরোধ করেছেন।
এনডিটিভি জানিয়েছে, এক বিবৃতিতে শেজানের দুই বোন শাফাক নাজ ও ফালাক নাজ বলেছেন, “সংবাদকর্মীরা ক্রমাগত আমাদের ফোন করে চলেছেন, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে তারা দাঁড়িয়ে থাকছেন, এটা বিরক্তিকর।“
ভারতীয় বিচারব্যবস্থার ওপর ‘পূর্ণ আস্থা’ আছে মন্তব্য করে বিবৃতিতে দুই বোন বলেছেন, “এই মামলার খবরাখবর যারা আমাদের মুখ থেকে শুনতে চাইছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, এই গুরুতর পরিস্থিতিতে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখতে দিন।“
শেজান এ মামলার তদন্তে পুলিশকে ‘সর্বাত্মক সহযোগিতা’ করছেন বলেও তার বোনরা দাবি করেছেন বিবৃতিতে।
শাফাক নাজ ও ফালাক নাজ বিবৃতিতে বলেছেন, “সঠিক সময়ে আমরা এ বিষয়ে কথা বলব। কিন্তু আপাতত, দয়া করে আমাদের পরিবারের প্রাপ্য এই গোপনীয়তা বজায় রাখতে দিন।“
তুনিশা শর্মা ‘আলিবাবা দাস্তান-ই কাবুল’ সিরিয়ালের নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন। আর নায়কের চরিত্রে ছিলেন শেজান খান।
শনিবার ওই সিরিয়ালের শুটিং চলার সময় সেটের মেকআপ রুমের দরজা ভেঙে ২০ বছর বয়সী তুনিশাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, তুনিশা শর্মা মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা ছিলেন না। গলায় ফাঁস দেওয়ায় শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।
তবে ময়নাতদন্তের আগেই তুনিশার মায়ের করা আত্মহত্যায় ‘প্ররোচণার’ মামলায় শেজানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, তুনিশা ও শেজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রেমের সম্পর্কের ‘ভাঙন’ থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা, যা তাকে ‘আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে’।
এদিকে শেজান খান দাবি করেছেন, মৃত্যুর কয়েকদিন আগেও তার সাবেক প্রেমিকা আরও একবার আত্মহত্যার ‘চেষ্টা’ করেছিলেন।
শেজানকে উদ্ধৃত করে এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “তুনিশা কয়েকদিন আগে যখন আত্মহত্যার চেষ্টা করেছিল, সে সময় শেজানই তাকে ওই পরিস্থিতি থেকে ফিরিয়ে আনেন এবং তুনিশার মাকে খেয়াল রাখতে অনুরোধ করেন বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তিনি।“
পুলিশ বলছে, দিল্লিতে আফতাব পুনাওয়ালার সঙ্গে লিভ ইনে থাকা শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চারপাশের পরিবেশ নিয়ে বিরক্ত ছিলেন শেজান। এরপর তিনি তুনিশার সাথে সম্পর্ক ছিন্ন করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তুনিশার চাচা পবন শর্মা এনডিটিভিকে বলেছেন, অন্য মেয়েদের সঙ্গে শেজানের ‘সম্পর্ক তৈরি হয়েছিল’, যা তার ভাতিজির জন্য এক ধরনের মানসিক চাপ তৈরি করেছিল বলে তিনি ‘শুনেছিলেন’।
“ওই মেকআপ রুমে (যেখানে তুনিশাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়) দুজনেই খাওয়া দাওয়া করেছে। এরপরে কি ঘটেছে সেটি কেউ জানে না,” বলেন পবন শর্মা।
তবে কিছুদিন আগেও তুনিশার ‘আত্মহত্যার চেষ্টার’ যে দাবি শেজান খান করেছেন, তা অস্বীকার করেছেন পবন।
তিনি বলেছেন, “কখনও নয়। সে কখনও আত্মহত্যার চেষ্টা করেনি। তুনিশা অনেক মানসিক চাপের মধ্যেও ছিল, এ জন্য তার মা মেয়েকে নিয়ে চিন্তিত ছিলেন।“
সনি টিভি শো ‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। এছাড়া ‘ইশক সুবহান আল্লাহ’, ‘গব্বার পুঞ্চওয়ালা’, ‘শের-ই-পাঞ্চাব: মাহারাজা রঞ্জিত সিং’ এবং ‘চক্রবর্তী আশোক সম্রাট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
তুনিশা অভিনয় করেছেন ‘দাবাং ৩’ সিনেমাতেও। এছাড়া বলিউডের ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কাহানি ২: দুর্গা রানি সিং’ সিনেমায় কাজ করেছেন তুনিশা।
আর ‘যোদা আকবর’ ধারাবাহিকে আকবরের ছোটবেলার চরিত্র করে ২০১৩ সালে অভিনয়ে আসেন শেজান। একে একে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘সিলসিলা পেয়ার কা’, ‘তারা ফ্রম সাতারা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘চন্দ্র নাগিনী’, ‘এক থি রানি এক থা রাবন’সহ আরও কিছু হিন্দি সিরিয়ালে।