Published : 09 Aug 2023, 10:57 AM
সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ সিজন-৭’ এর চূড়ান্ত পর্বে বিচারক প্যানেলে যোগ দিয়েছেন শিল্পী রুনা লায়লা।
এই সিজনে আরও দুই বিচারকের ভূমিকায় আছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। তারা অডিশন রাউন্ড থেকেই সেরাকণ্ঠের সঙ্গে কাজ করছেন; এখন মূল পর্বে এসে তাদের সঙ্গে যোগ দিলেন রুনা লায়লা।
গেল ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ সিজন-৭ এর আয়োজন। সারাদেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে সিজনের অষ্টম মাসে এসে চূড়ান্ত পর্বের জন্য টিকে আছেন ৩৭ জন।
সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা। এখন তাদের মধ্য থেকে ‘সেরাকণ্ঠ সিজন-৭’ এর সেরা বিজয়ীকে মনোনীত করবেন তিন বিচারক।
গত সোমবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এসে পৌঁছালে রুনা লায়লাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।
এরপর রুনা লায়লা সঙ্গে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন।
রুনা লায়লা স্টুডিওতে প্রবেশের সঙ্গে সঙ্গে ‘সেরাকণ্ঠ সিজন-৭’ এর ছয় প্রতিযোগী ‘অনেক বৃষ্টি ঝরে’ গানটি পরিবেশন করেন।
গান শেষে রুনা লায়লা বলেন, "আমি মুগ্ধ, এতো সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে।" এর পর শুরু হয় প্রতিযোগিতা পর্ব।
সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে রিয়েলিটি শো প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায়।