Published : 30 May 2025, 09:17 PM
একজন স্বর্ণকারের মিথ্যার আশ্রয় নিয়ে গণক হয়ে ওঠা, আর সেই বিভ্রম ভাঙার লড়াইয়ে তার স্ত্রীর অবিরাম চেষ্টার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’।
রাজীব মনি দাশের রচনায় সাত পর্বের এই নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।
নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মৌসুমী হামিদ।
নাটকে দেখা যাবে, কীভাবে একটি কাকতালীয় ঘটনাকে ঘিরে তৈরি হয় এক ‘গণকের’ খ্যাতি। তার কথা মানুষ বিশ্বাস করতে শুরু করে ভবিষ্যদ্বাণী হিসেবে। তবে ওই ব্যক্তির স্ত্রী বুঝতে পারেন, এই জনপ্রিয়তা একধরনের ভ্রান্তি। সত্য-মিথ্যার দ্বন্দ্বে শেষ পর্যন্ত স্ত্রীই হয়ে ওঠেন স্বামীর রক্ষাকবচ।
গাজীপুরের পূবাইলে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে নির্মাতা নাজনীন বলেন, “পরিবার হলো সব থেকে বড় পাঠশালা। পথভ্রষ্ট মানুষকে ও যে পরিবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, সেটা নিয়েই এই নাটক। আশা করছি দর্শকরা নাটকটি বেশ উপভোগ করবে।"
নাটকে আরও অভিনয় করেছেন আশরাফুল আশীষ, সুজাত শিমুল, মাসুদ মহী উদ্দীন, সাইকাসহ অনেকে।
ঈদ উপলক্ষে ‘গণক’ একটি বেসরকারি টেলিভিশনের পর্দায় প্রচার হবে।
নাজনীন এর আগেও নির্মাণ করেছেন ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘দারোগা বউ জামাই আসামী’, ‘ভেজাল কাদের’, ‘আলো আন্ধার’, ‘মায়ের ইচ্ছা’ ও ‘নীল শুভ্র’ শিরোনামের কিছু নাটক।