Published : 18 Nov 2024, 10:24 AM
চার দশকের বেশি সময় আগে যে সিনেমা করে চলচ্চিত্র জগতে পরিচিতি পেয়েছিলেন ভারতের দাপুটে অভিনেতা নাসিরউদ্দিন শাহ এবং নির্মাতা শেখর কাপুর পেয়েছিলেন ‘এন্ট্রি পাস’, সেই ‘মাসুম’ অবশেষে ফিরছে ।
এই সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্য হারিয়েও ফিরে পেয়েছেন পরিচালক শেখর।
টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছে আসছে বছরের ফেব্রুয়ারি-মার্চে মাসুমের দ্বিতীয় পর্বের শুটিং শুরু করবেন।
কদিন আগে দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখর ‘মাসুম’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন এ পর্বেও দুই মুখ্য চরিত্রে থাকছেন নাসিরউদ্দিন শাহ এবং শাবানা আজমী।
ওই অনুষ্ঠানে চিত্রনাট্য হারানোর বিপত্তির গল্প শুনিয়েছেন পরিচালক।
তিনি বলেন, “দুবাই থেকে দিল্লি আসছি। প্লেনে চিত্রনাট্য নিয়ে উঠেছি পড়ব বলে। প্লেন থেকে বিমানবন্দরে নামার পর লক্ষ্য করলাম, হাতের ব্যাগের মধ্যে চিত্রনাট্যটি নেই। ফেলে এসেছি প্লেনের সিটে।“
ফ্লাইটের একজন ক্রু চিত্রনাট্য খুঁজে পেয়ে সেটি শেখরের কাছে ফেরত পাঠিয়ে দেন বলে নির্মাতা জানিয়েছেন।
“উনি (ক্রু) চিত্রানাট্যের সঙ্গে একটি নোট পাঠিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘মাসুম দারুণ একটি সিনেমা, পরেরটিও ভালো হবে।“
এই ব্যাপারটিকে নিয়তি হিসেবে দেখছেন শেখর।
“দেখুন হারিয়ে যাওয়ার পর কোনো কিছু ফিরে পাওয়া অবশ্যই ভালো কিছু্ বোঝায়।“
১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘মাসুম’ সিনেমাকে দর্শকপ্রিয়তা এনে দিয়েছিল যা যা, সে সব বিষয়ে ‘মান ঠিক রেখে’ সিক্যুয়েল বানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই পরিচালক।
‘মাসুম’ তৈরির সময়ে তিনি একজন ‘নির্বোধ’ পরিচালক ছিলেন মন্তব্য করে শেখর বলেন, “সে সময় ইন্ডাস্ট্রিতে আমি নতুন। আমি নতুন করে আপনাদের কাছে জানতে চাই সত্যি কী কিছু করতে পেরেছিলাম?”
‘মাসুমে’র মিনি (আরাধনা শ্রীবাস্তব) ও পিঙ্কির (ঊর্মিলা মাতণ্ডকর) সঙ্গে রাহুলকে যুগল হংসরাজকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন ইন্দু (শাবানা আজমি), ঠিক সেখানে শেষ হয়েছিল সিনেমাটি।
৪১ বছর পর হলেও নাসিরুদ্দিন-শাবানার সংসারের সেই পুরোনো আমেজই ধরা থাকবে বলে জানিয়েছেন শেখর।
এবার মিনি ও পিঙ্কির চরিত্রে কারা থাকছেন সে ঘোষণা আসেনি। শেখর বলেছেন, গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। তবে তিনি যুগল হংসরাজ অভিনীত রাহুল চরিত্রে আসছেন কী না, সে বিষয়ে কিছু বলেননি শেখর।