Published : 30 Oct 2024, 03:30 PM
বরিশাল শহরের এক দম্পতির নতুন জীবন শুরুর আগেই মিথ্যা অভিযোগে সব তছনছ হতে বসে। স্বামীর অতীত 'অন্ধকার সময়' তাড়া করে বেড়ায়, সঙ্গে গর্ভবতী স্ত্রীর জীবনও দাঁড়িয়ে যায় হুমকিকে।
এই গল্প নিয়ে প্রকাশ হয়েছে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র ট্রেইলার। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’র ছায়া অবলম্বনে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।
সিরিজে স্বামী প্রদীপের চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান এবং স্ত্রী সুপ্তি হয়েছে শামসুন্নাহার স্মৃতি পরীমনি।
জমকালো এক আয়োজনে মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিরিজটির ট্রেইলার উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, পরীমনি, মনোজ প্রামাণিক ও গায়ক ইমরান মাহমুদুলসহ অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। অন্য একটি কাজের ব্যস্ততায় অভিনেতা ইমরান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
কাজটি নিয়ে ‘আশাবাদী’ অনম বলেন, "আশা করছি ট্রেইলারটি দর্শক পছন্দ করবে। প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।"
‘দারুণ এক্সসাইটেড’ জানিয়ে পরীমনি বলেন, “এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। ট্রেইলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা”
‘রঙিলা কিতাব’ মুক্তি পাবে হইচইয়ে আগামী ৮ নভেম্বর।
চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।
সাত পর্বের এই সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে।বাবা হতে যাচ্ছেন জানার পর যে গ্যাংস্টার অপরাধ জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অপরাধ তাকে ছাড় দেয় না। তিনি জড়িয়ে পড়েন এলাকার এমপি হত্যাকাণ্ডের ঘটনায়। শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার পলাতক জীবন।
সিরিজে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ কয়েকজন।
শুটিং হয়েছে বরিশাল, ঝালকাঠি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়।