Published : 15 Jun 2023, 11:06 AM
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সাথে মানহানির মামলায় জয়ের পর পাওয়া ১০ লাখ ডলার দাতব্য সংস্থায় দান করে দিতে চাইছেন হলিউড তারকা জনি ডেপ।
সম্প্রতি ডেপের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, তহবিল দান করার জন্য পাঁচটি দাতব্য সংস্থাকে বেছে নিয়েছেন ডেপ। এগুলো হচ্ছে- ‘মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন’, ‘দ্য পেইন্টেড টার্টল’, ‘রেড ফিদার’,‘মারলন ব্র্যান্ডো’স টেটিয়ারোয়া সোসাইটি চ্যারিটি’ ও ‘দ্য অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স’।
অভিনেতা পাঁচটি দাতব্য সংস্থার প্রতিটিকে দুই লক্ষ ডলার দান করার পরিকল্পনা করেছেন।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবিন্ধে ডেপের সাবেক স্ত্রী হার্ড জানান, তিনি পারিবারিক সহিংসতার শিকার। সেখানে স্বামীর নাম উল্লেখ না করলেও ক্ষুব্ধ ডেপ সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন হার্ড।
গত ২ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালত সিদ্ধান্ত দেয়, দগুইজনই দুজনের মানহানির কারণ। সেজন্য ক্ষতিপূরণ হিসেবে ডেপকে এক কোটি তিন লাখ ডলার দেবেন হার্ড। আর ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন ২০ লাখ ডলার।
ওই রায়ের ছয় মাস পর ইনস্টাগ্রামে হার্ড লেখেন, অনেক চিন্তা-ভাবনার পর তিনি আপস নিষ্পত্তির কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
ডেপের মামলা পরিচালনাকারী আইনজীবী বেন চিউ এবং ক্যামিল ভাসকুয়েজ জানান, আপসরফা অনুযায়ী, হার্ড ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ ডলার ডেপকে দেবেন। এর মধ্য দিয়ে মামলাটির অবসান ঘটবে। ডেপ ওই অর্থই দান করার পরিকল্পনা করেছেন।
সেই সময়ে ডেপের আইনজীবীরা এক বিবৃতিতে বলেছিলেন, হার্ডের কাছ থেকে পাওয়া অর্থ দাতব্য সংস্থায় দান করার প্রতিশ্রুতি দিয়েছেন ডেপ।
জনি ডেপের মানহানির ওই মামলায় ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালতে বিচার শুরু হলে দুজনের দাম্পত্যের এমন অনেক বিষয় প্রকাশ্যে আসে, যা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয়।
লাইভস্ট্রিমের মাধ্যমে এ মামলার বিচার কাজ সরাসরি দেখার সুযোগ পেয়েছেন কোটি কোটি মানুষ। শেষ পর্যন্ত জুরিরা সিদ্ধান্ত দেন, ডেপের সঙ্গে দাম্পত্যের দিনগুলো নিয়ে হার্ড এমন কিছু অভিযোগ এনেছেন যা ‘মিথ্যা’ এবং সাবেক স্বামীর ‘সম্মানহানি’ করাই ছিল তার উদ্দেশ্য।
২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড, কিন্তু দুই বছরের মধ্যেই বিচ্ছেদ ঘটে তাদের।