Published : 08 Oct 2022, 12:12 AM
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে চড়কাণ্ডের পর অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের প্রথম সিনেমা ’ইমানসিপেশন’ মুক্তি পাচ্ছে এ বছর ডিসেম্বরে।
ইতিহাসভিত্তিক এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন উইলিয়াম এন কোলাজ। উইল স্মিথের সঙ্গে বেন ফস্টারকেও দেখা যাবে এ সিনেমায়।
রয়টার্স লিখেছে, ইমানসিপেশনের মুক্তির জন এর পরিবেশক সংস্থা অ্যাপল ইনকর্পোরেটেড এমন এক সময় বেছে নিয়েছে, যাতে সিনেমাটি আগামী অস্কারেও প্রতিযোগিতায় থাকতে পারে।
মুক্তির তারিখের পাশাপাশি সিনেমার ট্রেলারও প্রকাশ করেছে অ্যাপল ইনকর্পোরেটেড। এর কাহিনী গড়ে উঠেছে আমেরিকায় দাসত্বের শৃঙ্খল ভেঙে পালানো এক ব্যক্তিকে ঘিরে।
ইমানসিপেশনের শুটিং শেষ হয়েছিল গত ফেব্রুয়ারিতে অস্কার অনুষ্ঠানে উইল স্মিথের সেই চড়কাণ্ডের আগেই। তবে মুক্তির তারিখ এতদিন অনিশ্চিত ছিল।
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। সহ্য করতে না পেরে মঞ্চে উঠে তাকে সপাটে চড় কষিয়েছিলেন উইল স্মিথ।
ওই ঘটনার কিছুক্ষণ পরই ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বছরের সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয় ৫৩ বছর বয়সী উইল স্মিথের নাম।
তবে সব ছাপিয়ে পরের কয়েকটি দিন আলোচনায় থাকে সেই চড়। স্মিথ পরে ক্রিস রকের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। কিন্তু ওই আচরণের জন্য তাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এর ফলে আগামী ১০ বছর অস্কারের আয়োজনে সরাসরি কিংবিা ভার্চুয়ালি কোনোভাবেই অংশ নিতে পারবেন না উইল স্মিথ। তবে সেটা পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বা বিজয়ী হওয়ার পথে বাধা হবে না।
ওয়াশিংটন ডিসিতে ইমানসিপেশনের প্রথম স্ক্রিনিং হয়েছে অক্টোবরের প্রথম দিন। ২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। এরপর ৯ ডিসেম্বর স্ট্রিমিং সেবা অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে উইল স্মিথের সিনেমা।
পুরনো খবর
উইল স্মিথ অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ
অস্কারের মঞ্চে ক্রিস রককে উইল স্মিথের চড়
অস্কার: চড় মারার জন্য ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ
উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ক্রিস রকের ‘রসিকতা’ নতুন নয়
অস্কারে চড়ের ঘটনার ‘নিন্দা’ অ্যাকাডেমির, ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ শুরু
অস্কারের মঞ্চে চড়: নীরবতা ভাঙলেন পিনকেট স্মিথ