Published : 11 Aug 2023, 05:36 PM
নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ দিয়ে আবারও কলকাতার সিনেমায় আসছেন মোশাররফ করিম। এ সিনেমায় হুগলির গ্যাংস্টার শ্যামলের ভূমিকায় দেখা যাবে তাকে।
কিছুদিন আগে ‘হুব্বা’র প্রথম ‘লুক’ দেখে চমকে গিয়েছিল দর্শক। আনন্দবাজার অনলাইনেই প্রকাশ্যে এসেছিল অভিনেতার প্রথম লুক। এবার সিনেমার প্রথম টিজারও প্রকাশ পেল।
শুক্রবার আনন্দবাজার অনলাইনেই প্রথমবার ‘হুব্বা’ হিসাবে প্রকাশ্যে এলেন অভিনেতা।
সিনেমার প্রতি পরত যে উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর, সেই আভাসই মিলল টিজারে। কখনও দলবল নিয়ে বন্দুক হাতে পাড়া দাপিয়ে বেড়াচ্ছেন মোশারফ। কখনও রাতের অন্ধকারে নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। এমনই ছিল ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন।
জুলাইয়ে সিনেমার প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ সোশ্যাল মিডিয়ায় ১১ সেকেন্ডের এক মোশন পোস্টার শেয়ার করে। সেখানে পরনে শার্ট আর রঙিন লুঙ্গি, গলায় গাঁদা ফুলের বড় মালা, দুই পাশে এক ঝাঁক সহশিল্পী নিয়ে দু হাত প্রসারিত করে নাচতে দেখা গেছে অভিনেতাকে। এক হাতে পিস্তলও ধরে থাকতে দেখা গেছে তাকে।
‘হুব্বা’ সিনেমার শুটিং শুরু হয় কলকাতায় গত বছর।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামলের’ জীবনকাহিনী হল এই সিনেমা গল্প। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে।
খুন, মাদক, নারী পাচারের বহু অভিযোগে ‘হুব্বা শ্যামলের’ নামে অনেক মামলাও ছিল। অনেকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ঠিকই জামিনে বেরিয়ে যেতেন এই গ্যাংস্টার।
এক সময়ে ভোটে দাঁড়াতে চান ‘হুব্বা শ্যামল’। এরপর ২০১১ সালে হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে হুগলির বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।
ব্রাত্য বলেন, “এই সিনেমার মাধ্যমে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
নাম ভূমিকার মোশাররফ ছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসুসহ থিয়েটারের শিল্পীরা কাজ করেছেন বলে জানান এই নির্মাতা।
‘হুব্বা’ প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’র কর্ণধার ফিরদৌসল হাসান বলেন, “আমি বিশ্বাস করি, ভালো সিনেমা তৈরি হয় শুধুমাত্র বড় পর্দার জন্যই। বিশেষত ‘অপরাজিত’র পর দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছে।”
এর আগে মোশাররফের ‘ডিকশনারি’রও প্রযোজনা করেছিল ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’।
মোশাররফ এবং ব্রাত্যর সঙ্গে ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’র নতুন কাজটি দর্শক পছন্দ করবে বলে প্রত্যাশা ফিরদৌসল হাসানের। এই সিনেমা নতুন ‘চমক’ নিয়ে আসছে বলেও জানান তিনি।