Published : 02 Aug 2023, 04:03 PM
একই সময়ে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে টিএম ফিল্মস। নির্মাতা হিসেবে তারা বেছে নিয়েছে তানিম রহমান অংশু ও রায়হান রাফীকে।
টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র 'ন ডরাই' নির্মাণের চার বছর পর বড়পর্দার জন্য নির্মাণে আসছেন তানিম রহমান অংশু।
অন্যদিকে গেল কোরবানির ঈদে 'সুড়ঙ্গ' নির্মাণ করে আলোচিত রায়হান রাফী এর আগে 'পরান', 'দামাল' নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন।
বুধবার টিএম ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই বড় আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়ে বিস্তারিত জানানো হবে।
২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মসের যাত্রা শুরু। সে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরিও।
পরে কোভিড মহামারীর কারণে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে দেরি হয় বলে জানায় টিএম ফিল্মস।
প্রযোজক ফারজানা মুন্নি বলেন, “আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিকমানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি।”
“অংশু এবং রাফী দু’জনই ইতিমধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড়পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।”