Published : 14 Jul 2023, 06:55 PM
বলিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের। বাঙালি নির্মাতা প্রীতম মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘ফার্জ’ এর মধ্যদিয়ে মধুমিতা প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিনয় করবেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
তনুজ ভিরওয়ানি বিপরীতে এ সিনেমায় কাজ করবেন মধুমিতা। অভিনেতা এর আগে ‘ইনসাইড এজ’ সিনেমাতে সানি লিওনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছিলেন।
সম্প্রতি ‘ফার্জ’ বেছে নেওয়া প্রসঙ্গে মধুমিতা বলেন, “সিনেমাটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের সিনেমাটি হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি।
কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন। তার উপর আবার একটা বাংলা সিনেমার শুটিংও রয়েছে। সেই সিনেমার শুটিং কিছুটা এগিয়ে অগাস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ‘ফার্জ’ এর কাজ শুরু করব।”
মধুমিতা জানান, কমেডি ঘরানার সিনেমা ‘ফার্জ’ মূলত বিহারের পটভূমিকায় একটা প্রেমের গল্প। সিনেমায় একজন সরপঞ্জির মেয়ের ভূমিকায় অভিনয় করবেন মধুমিতা। সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলার বেশ কিছু জায়গায় শুট হওয়ার কথা রয়েছে।
মধুমিতা-তনুজ ছাড়াও সিনেমায় রয়েছেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব, মুস্তাক খান।