Published : 07 Aug 2023, 01:34 AM
শুভশ্রীর সঙ্গে ঘর বাঁধার পর পরিবর্তন এসেছে জীবনে, পরিপক্ব হয়েছে ভাবনাচিন্তা; আগের চেয়ে হয়েছেন থিতু- এমনটাই জানালেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী শুভশ্রীই তার একমাত্র ভরসা ও বিশ্বাসের জায়গা বলে জানান রাজ।
বিয়ের পর তার জীবনবোধ পাল্টেছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, শুভশ্রী তার গোটা জীবনটাই পাল্টে দিয়েছে। বিয়ের আগে শুধু কাজকেই প্রাধান্য দিতেন তিনি। অথচ এখন নির্মাতার জীবনের পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম। অনেকের উপর সহজে ভরসা করে ফেলতাম। এখন শুধু বৌয়ের উপর ভরসা করি। আগে সহজেই খারাপ লেগে যেত। এখন তেমনটা হয় না। এখন আরও গঠনমূলক ভাবনাচিন্তা করি। সারা দিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বৌ আছে। মা আছে। জীবনে বৌ আমার সবার প্রথমে। এখন আমার আর কাউকে দরকার নেই।”
শিগগিরি ‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখছেন রাজ। এ সিরিজে শ্বাশত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর মতো তুখোড় অভিনেতারা কাজ করেছেন। যার মধ্যদিয়ে প্রযোজনা পা রাখছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
নতুন প্রযোজক হিসেবে শুভশ্রীকে কতটা উপদেশ দিচ্ছেন- প্রশ্নে রাজ বলেন, “তার আমার উপদেশের কোনো প্রয়োজন নেই। উল্টো সে আমায় টিপ্স দেয়। আমার তো মনে হয়, শুভশ্রী খুব ভালো প্রযোজক হবে। বুদ্ধিমতী, লক্ষ্য স্থির। ছোট ছোট ভাল কাজ করার ইচ্ছা আছে তার। যখন সে আর অভিনয় করবে না, তখন তার অভিজ্ঞতা তো নতুনদের এগিয়ে যেতে সাহায্য করবে। শুভশ্রী আমাদের বাড়ির লক্ষ্মী।”
‘বোঝে না সে বোঝে না’র পর আগের মতো সুপার হিট সিনেমা দিতে পারছেন কেন, এ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রাজ।
রাজ বলেন, “সত্যিই ব্লকব্লাস্টার হিট হয়নি অনেকদিন। কিন্তু কেন সেটা আমিও ভাবছি। তবে ‘বোঝে না সে বোঝে না’র পর কিন্তু সুপারহিট সিনেমা হয়েছে। তাছাড়া ২০১৫-১৬ এর পর বাংলা সিনেমার বাজার বদলে গেছে। আমাদের তাই উচিত নিজেদের ধারা বদলানো। আমি আগামী দিনে আবারও মারমার কাটকাট সিনেমাই করব।”
২০১৮ সালে শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী। ২০২০ সালের সেপ্টেম্বরে পুত্র সন্তান ইউভানের জন্ম হয়। শিগগিরি তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে।