Published : 06 Dec 2023, 08:15 AM
এবার ভক্তদের সঙ্গে দেখা করতে টাকা চেয়ে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেতা অঙ্কুশ হাজরা।
সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ সেশনে এসে এক ভক্তের কাছে অভিনেতা টাকা চেয়ে বসেছেন বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে।
অঙ্কুশ সেদিন আরও অনেক অভিনেতার মতোই ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানেই একাধিক ভক্তের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। সে সময় এক ভক্ত তার সঙ্গে দেখা করতে চাইলে অভিনেতা তাকে জানিয়ে দেন তার দেখা পেতে গেলে টাকা দিতে হবে।
অঙ্কুশের সেই ভক্ত লেখেন, “তোমার সঙ্গে একবার বসার ইচ্ছে আছে। প্লিজ উত্তর দিও আমায়।”
উত্তরে মজার ছলে নায়ক বলেন, প্রতি সাক্ষাতের জন্য ৫০০ টাকা করে নেবেন তিনি।
সর্বশেষ প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে ‘কুরবান’ সিনেমায় দেখা মিলেছিল অঙ্কুশের। আগামীতে ‘মির্জা’ সিনেমায় দেখা যাবে তাকে। ২০২৪ সালে মুক্তি পাবে সিনেমাটি।