হালের অভিনেত্রী প্রার্থনা দীঘি কিছুদিন আগে জানিয়েছিলেন, একটি ‘কাজের’ জন্য তার ছয় থেকে সাত কেজি মেদ ঝরাতে হয়েছে, তাই অন্য দীঘি হয়ে আসবেন শিগগিরই। ‘ভালো থাকার কারণ’ মিউজিক ভিডিওতে দেখা গেল সেই ‘নতুন’ দীঘিকে। এটি দীঘির ক্যারিয়ারে দ্বিতীয় মিউজিক ভিডিও। ‘ভ্যালেন্টাইনস ডে’ আসার আগেই বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে দীঘি ও গায়ক তানজিব সরোয়ারের এই নতুন মিউজিক ভিডিও। যেখানে সরোয়ার অভিনয়ও করেছেন। সাজিদ সরকারের সুরে এটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান।