Published : 01 Mar 2023, 07:45 PM
ক্রিস রক পাল্টা আঘাত করবেন, যেখানে তিনি সবচেয়ে ভালো করে কাজটি করতে পারেন- মঞ্চে।
হলিউডের এই কমিক তারকা আগামী ৪ মার্চ নেটফ্লিক্সে একটি লাইভ স্ট্যান্ডআপ করতে যাচ্ছেন, যেখানে তিনি গত বছর অস্কারের মঞ্চে হলিউডের তারকা উইল স্মিথের হাতে চড় খাওয়ার বিষয়টি নিয়ে কথা বলবেন।
নেটফ্লিক্সের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সিএনএন।
অস্কারের মঞ্চে চড় খাওয়ার পর গত বছরজুড়ে নিজের স্ট্যান্ডআপ আসরগুলোতে হাল্কাভাবে বিষয়টি নিয়ে কৌতুক করলেও এই প্রথম ঘটনাটি বিশদভাবে নিজের অবস্থান থেকে তুলে ধরতে যাচ্ছেন রক।
অস্কার: চড় মারার জন্য ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ
অস্কার রজনীতে কী ঘটেছিল, এখনও বোঝার চেষ্টায় ক্রিস রক
নেটফ্লিক্সের এই বিশেষ লাইভের অনুসঙ্গগুলো নিয়ে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের চার্লসটনে একটি অ্যারেনা শোতে প্রথম একটি কর্মশালার মতো করেন রক, সেখানে তার সঙ্গী ছিলেন আরেক কৌতুক অভিনেতা ডেভ চ্যাপেল।
ওই অনুষ্ঠানে অংশ নেওয়া একজন সিএনএনকে জানিয়েছেন, ওই দিন চার্লসটনের মঞ্চে রক পুরোপুরি সাদা পোশাকে ছিলেন এবং তার পারফরম্যান্সের এক-তৃতীয়াংশজুড়েই ছিল অস্কারে স্মিথের হাতে তার চড় খাওয়ার ঘটনাটি। বিষয়টি নিয়ে তিনি একাধিক কৌতুক উপস্থাপন করেন।
ওই সূত্র রকের কৌতুক উদ্ধৃত করে বলেন, “মানুষ যেটা জানতে চায় ... ব্যথা পেয়েছি? অবশ্যই ব্যথা লেগেছে। তিনি মোহাম্মদ আলীর ভূমিকায় ছিলেন! আমি ছিলাম পোকি (‘নিউ জ্যাক সিটি’র)। এমনকি অ্যানিমেটেড সিনেমাতেও আমি একটা জেব্রা, তিনি একটা হাঙর। আমাকে এত জোরে আঘাত করা হয় যে আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরুচ্ছিল।”
আরেকটি বাক্যে রক তার নিজের ও স্মিথের দৈহিক গঠনের পার্থক্যও তুলে আনেন। “উইল স্মিথ একজন বিশাল আকারের মানুষ। আমি না। নিজের সিনেমাগুলোতে স্মিথ শার্ট ছাড়াই পর্দায় আসেন। আর আমাকে যদি আপনারা সিনেমায় দেখেন, এমনকি হার্ট সার্জারির সময়ও দেখবেন, আমি একটি সোয়েটার পরে আছি।”
নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার রাত ১০টায় সরাসরি প্রচারিত হবে ‘ক্রিস রক: সিলেকটিভ আউটরেইজ’। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে হিপোড্রোম থিয়েটার থেকে এই আয়োজনটি লাইভ সম্প্রচার করা হবে, এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরের ঠিক এক সপ্তাহ আগে।