Published : 14 Jun 2023, 01:13 PM
ভারতীয় চলচ্চিত্রে হিন্দি ইন্ডাস্ট্রিকে ‘বিপাকে’ ফেলে জনপ্রিয়তায় দক্ষিণী সিনেমার জয়রথ যেমন ছুটছে, সেইসঙ্গে আকাশছোঁয়া অংকে পৌঁছেছে এই অঞ্চলের তারকাদের পারিশ্রমিকও।
তেমনই একজন অভিনেতা যশ, যিনি ৫০ রুপিতে রোজগার শুরু করে দেড় যুগের মধ্যে পৌঁছে গেছেন ২০ কোটিতে।
আনন্দবাজার বলছে, ১৯৮৬ সালে কর্নাটকে জন্ম নেওয়া যশের পারিবারিক নাম নবীন কুমার গৌড়া। এই তরুণের অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রথম দিকে খুব খুশি ছিল না পরিবার।
সবার অনিচ্ছায় ষোলো বছর বয়সে বেঙ্গালুরুতে চলে আসেন যশ। কাজ শুরু করেন সিনেমার সহকারী পরিচালক হিসেবে। কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ।
এরপর যশ যোগ দেন একটি নাট্যদলে, সেখানে তার অভিনয়ে হাতেখড়ি। সেইসঙ্গে মঞ্চের পেছনের কর্মী হিসেবেও কাজ করেছেন এই নায়ক। তখন তার রোজগার ছিল দিনের হিসেবে। অর্থাৎ প্রতিদিন কাজের জন্য যশের পকেটে ঢুকত ৫০ রূপি।
যশের ক্যারিয়ারে এরপরের ধাপ টেলিভিশন। ২০০৫ সালে ‘উত্তরায়ণ’ নামে একটি টিভি শোতে কাজ শুরু করেন যশ। ‘নন্দ গোকুল’ ধারাবাহিকে কাজ করেন তিনি, যেখানে তার স্ত্রী রাধিকা পণ্ডিতও ছিলেন।
২০০৭ সালে ‘জামবাবা হুড়ুগি’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন যশের। এর পর ‘রকি’ সিনেমায় অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন তিনি। এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত এমন কোনো বছর নেই যে যশের সিনেমা মুক্তি পায়নি। সময়ের সঙ্গে বাড়িয়েছেন নিজের দরও।
২০১৮ সালে যশের ‘কেএফজি’ এবং গতবছর এর সিক্যুয়েল ‘কেএফজি ২’ এর পর যশ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। সেরা পরিচালকেরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। এছাড়া এই তারকা এখন সিনেমা করতে ২০ কোটি রুপি নিয়ে থাকেন বলেও শোনা যাচ্ছে।