মিস্টার সেলভাঙ্করের মৃত্যু কি নিছক দুর্ঘটনা? নাকি ঠাণ্ডা মাথায় খুন? গ্যাংটকে গিয়ে ফেলুদা আর তোপসে কি পারবে এই রহস্যের কূলকিনারা করতে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে বরং রহস্যের ‘মারাত্মক’ ঘোরপ্যাঁচের ইঙ্গিত রেখে ইউটিউবে এসেছে ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’র প্রথম কিস্তি গ্যাংটকে গণ্ডগোলের টিজার। সত্যজিৎ রায়ের কালজয়ী এই গোয়েন্দা চরিত্রটি করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আর তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। অরিন্দম শীলের পরিচালনায় ‘গ্যাংটকে গণ্ডগোল’ প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।