নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘নীতুর জন্য’ আসছে কোরবানির ঈদে। নাকটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকে এই সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণের নায়ক হয়েছেন শ্বাশত দত্ত। ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছিলেন এই তরুণ। নাটকটির একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে শেয়ার করে ফারিণ লিখেছেন ‘আসছে ঈদে’। আসাদ জামানের লেখা এই নাটকে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার।