Published : 11 Dec 2022, 01:37 PM
‘কিল হিম’ শিরোনামে নতুন সিনেমার শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।
সিনেমাটির পরিচালক-প্রযোজক এম ডি ইকবাল জানিয়েছেন, এ সিনেমা দিয়ে প্রথমবারের মত নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত-বর্ষা। ২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই তারা সিনেমা করে আসছিলেন।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে চলমান জটিলতার মধ্যেই নতুন সিনেমার কাজ শুরু করলেন অনন্ত জলিল। এর আগে সেপ্টেম্বরে ‘কিল হিম’ এর মহরত হয়। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য ধরে কাজ শুরুর কথা জানিয়েছেন ইকবাল।
‘সুনান মুভিজ'- এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়ে নির্মাতা বলেন, দেশের এক ঝাঁক তারকা ছাড়াও ভারতের দুই শিল্পী থাকছেন তার সিনেমায়।
তাদের মধ্যে খল চরিত্রে দেখা যাবে হিন্দি ও বাংলা সিনেমা অভিনেতা রাহুল দেবকে। এছাড়া আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়।
এ সিনেমার জন্য জলিল নিজেকে নতুনভাবে উপস্থাপনের সব প্রস্তুতি নিয়েছেন জানিয়ে ইকবাল গ্লিটজকে বলেন, “তিনি সিনেমার জন্য নিবেদিতপ্রাণ। গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙছেন তিনি। অভিনয়ের নানা দিক ঝালিয়ে নিচ্ছেন। মার্শাল আর্ট শিখেছেন। ফাইট শিখেছেন। জিম করেছেন।”
এই নির্মাতার ভাষ্য, “এই ধরনের স্ক্রিপ্ট, এই ধরনের গল্প বাংলাদেশে আর কখনো হয় নাই। দর্শক নতুন এক অনন্ত জলিলের পাশাপাশি নতুন ধরনের ছবি দেখতে পাবে। সিনেমার পরতে পরতে থাকবে চমক।”
অনন্ত-বর্ষার ‘কিল হিম’, মহরতেই অনেক চমক
নির্মাতা ইকবাল জানান, ‘কিল হিম’ এর শুটিংয়ের জন্য রোববারই বগুড়া যাওয়ার কথা রয়েছে অনন্ত ও বর্ষার। সঙ্গে থাকছে অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেলসহ সিনেমার বড় একটি দল।
“বগুড়ায় চমৎকার কিছু লোকেশন দেখেছি। ছবির জন্য পারফেক্ট একটা জায়গা। ওখানে তিন সপ্তাহের বেশি সময় শুটিং হবে। তারপর ঢাকায় শুটিং। ছবিটা দেখে মনে হবে দেশের বাইরে শুটিং করা হয়েছে।”
দিন: দ্য ডে: ইরানে আদালতের তলব ‘বানোয়াট’, দাবি অনন্ত জলিলের
অনন্ত জলিল যেখানেই যান, ভক্তদের ভিড় লেগে যায়। সেই ভিড় সামলাতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মী রাখা হচ্ছে বলে জানান ইকবাল।
গত সেপ্টেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিশাল আয়োজন করে এ সিনেমার মহরত হয়। তখন জানানো হয়, কিল হিম সিনেমায় অনন্ত জলিলের পারিশ্রমিক ৪০ লাখ টাকা; আর বর্ষার ১০ লাখ।
সাইনিং মানি বাবদ অনন্ত ও বর্ষাকে যথাক্রমে ২০ লাখ ও ছয় লাখ টাকার চেক তুলে দেওয়া হয় সেদিন।
সিনেমার এই বাজারে লগ্নি করা অর্থ কীভাবে উঠে আসবে জানতে চাইলে ইকবাল বলেন, “কিল হিম রোজার ঈদে মুক্তি পাবে। আমি এই সিনেমা থেকে একটা টাকা হলেও প্রফিট তুলে আনব।
“সাধারণত চলচ্চিত্রের লাভের গুড় সিনেমা প্রযোজক-পরিবেশকরা খেয়ে দেয়। আমি দীর্ঘদিন সিনেমার সঙ্গে আছি। ব্যবসার নাড়ি-নক্ষত্র সব জানি। আমাকে ঠকানো এত সহজ না।”