Published : 07 Feb 2024, 11:28 PM
তৃতীয় প্রজন্মের প্রতিনিধি চলে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পরিবারে। এবার তার বড় ছেলে অভিনেতা গৌরব চক্রবর্তী বাবা হয়েছেন। আর তাই দাদু হয়ে গেলেন ফেলুদাখ্যাত সব্যসাচী।
গৌরব ও তার স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ যে মা-বাবা হতে চলেছেন, সেই খবর ভারতীয় সংবাদমাধ্যম মাসখানেক আগেই দিয়েছিল। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা। মা ও সন্তান দুজনেই ভালো আছে।
গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক মেয়ে। এবার পরিবারে ছেলে এল। ঠাকুরদা ও ঠাকুরমা হওয়ায় দারুণ আনন্দ হচ্ছে বলেও সব্যসাচী ও তার স্ত্রী মিঠু চক্রবর্তী জানান।
ঋদ্ধিমা এবং গৌরবের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে বাবা-মা হওয়ার জন্য তাদের অপেক্ষা ও প্রস্তুতির নানা ছবি দেখা যাবে।
কয়েক দিন আগে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার।
শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ নিয়ে কয়েকটি সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে বিশ্রামে ছিলেন তিনি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সংবাদ সূত্র: আনন্দবাজার অনলাইন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)