Published : 02 Jul 2023, 01:07 PM
শিগগিরই সিনেমায় নামছেন রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি, আর তার নায়ক হচ্ছেন অজয় দেবগণের ভাতিজা আমান দেবগন।
এনডিটিভি জানিয়েছে, আমান ও রাশা দুজনই চলচ্চিত্রে নবাগত। ওই সিনেমায় বিশেষ এক চরিত্র থাকছেন অজয় দেবগনও।
সিনেমার নাম না জানিয়ে বলিউডি সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টাগ্রামে রাশা, আমান, অজয় ও পরিচালকের ছবি পোস্ট করে খবরটি দিয়েছেন।
সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক কাপুর। প্রযোজনায় আছেন রনি সিক্রিওয়ালা এবং প্রজ্ঞা কাপুর।
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির মুক্তির দিনক্ষণও ঠিক করে ফেলেছেন নির্মাতা। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি বলিউডের দুই ফিল্মি পরিবারের দুই সদস্যকে পর্দায় দেখবেন দর্শকেরা।
পরিচালক অভিষেক কাপুর কয়েক সপ্তাহ আগে রাশার জন্মদিন উপলক্ষে তার একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, “শুভ ১৮তম রাশা থাডানি”।
জবাবে লার হৃদয় দিয়ে রাশা বলেন, “সবকিছুর জন্য ধন্যবাদ।”
১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে।তারনাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের ‘টিপ টিপ বরষা পানি’ গানটি। ওই গানে বৃষ্টিতে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত ছিল।
নায়ক অক্ষয় কুমারের সাথে তার সম্পর্কও ছিল বলিউড ইন্ড্রাস্ট্রিতে আলোচিত বিষয়। দুজনের প্রেম বাগদানে গড়ালেও শেষ পর্যন্ত বিয়েতে পরিণতি পায়নি।
বর্তমানে লেখক ও একসময়ের নায়িকা টুইঙ্কেল খান্নার সাথে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। এই দম্পতির রয়েছে দুই সন্তান।
অন্যদিকে অনিল থাডানির সঙ্গে ঘর বেঁধে রাভিনা শুধু চার সন্তানের জননীই নন, নানীও হয়েছেন।