Published : 11 Dec 2023, 04:33 PM
দাদা সাহেব ফালকে চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমান।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার এই সম্মাননার ঘোষণা দেন। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে নায়িকাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
অনুরাগ ঠাকুর বলেন, “এটা ঘোষণা করতে পেরে আনন্দ ও গর্ব হচ্ছে যে, ভারতীয় সিনেমায় অসাধারণ কৃতিত্বের জন্য ওয়াহিদা রেহমানজির হাতে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আমি তাকে শুভেচ্ছা জানাতে চাই, কারণ তিনি চলচ্চিত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।”
আর এই খবরে ৮৫ বছর বয়সী ওয়াহিদার অনুভূতি, “এটা একটা বিরাট সম্মান। ভারত সরকার আমাকে বেছে নেওয়ায় সম্মানিত বোধ করছি। আমি আরও বেশি আনন্দিত এই কারণে, আমার প্রিয় সহ-অভিনেতা দেব আনান্দের জন্মদিনে এই সম্মান পেলাম। এর থেকে আর শুভদিন হতে পারত না। এই সম্মানের জন্য আমি চলচ্চিত্র জগতের সকলের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে সারা জীবন ধরে ভালবাসা সম্মান দিয়েছেন। কৃতজ্ঞ আমার পরিবার-পরিজনদের কাছে, আজ আমি ভীষণ খুশি।’’
গত শতকের ষাট, সত্তর ও আশির দশকের খ্যাতমান অভিনেত্রী ওয়াহিদা ‘সিআইডি’ সিনেমার মধ্য দিয়ে ১৯৫৬ সালের বলিউডে আত্মপ্রকাশ করেন। পরের বছর ‘পয়সা’তে নায়িকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান।
সত্যজিৎ রায়ের ‘অভিযান’ সিনেমার নায়িকা ওয়াহিদা রেহমান শুধু ব্যবসা সফল ছবিই উপহার দেননি, অসাধারণ অভিনয়ের জন্য সমালোচকদেরও মন জয় করেছিলেন। ‘গাইড’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খামোশি’ সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।
সর্বশেষ ২০১৫ সালে কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম’ সিনেমায় দেখা গিয়েছিল ওয়াহিদা রেহমানকে। সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা, আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)