Published : 19 Mar 2024, 01:19 PM
ভারতের পশ্চিমবঙ্গে গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গড়াচ্ছে নতুন সিজনে।
সোশাল মিডিয়ায় নতুন প্রমো শেয়ার করে টেলিভিশন চ্যানেল ‘জি বাংলা’ বলেছে, “আসছে বাংলার সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো– জি বাংলা সা রে গা মা পা গ্র্যান্ড অডিশন! চোখ রাখুন শুধু জি বাংলার পর্দায়!”
ভিডিওতে নানা বয়সের একঝাঁক শিল্পীর গান পরিবেশনের ঝলক দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এবারের আসরও সঞ্চালনা করবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
কলকাতার পাশাপাশি ঢাকার দর্শকদেরও কাছেও এ রিয়েলিটি শো জনপ্রিয়। এর আগে ২০১৯ সালে গানের রিয়েলিটি শোয়ের এই মঞ্চে দ্বিতীয় রানার আপ হন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতায় সেবার বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী অবন্তি সিঁথিও অংশ নিয়েছিলেন।
‘সা রে গা মা পা’র অডিশন শুরু হবে দার্জিলিংয়ে আগামী ২৯ মার্চে।
দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে ওই অডিশন শুরু হবে সকাল ৯টা থেকে, চলবে বিকার ৪টা পর্যন্ত।
চার বছরের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারবেন বলে জানিয়েছে জি বাংলা।