বলিউডি সিনেমা ‘ফাইটার’ অ্যাকশন দেখিয়েছিল এর টিজারেই। এবারে সিনেমা মুক্তির দশদিন আগে প্রকাশ হওয়া ট্রেইলারে সেই অ্যাকশনের সঙ্গে আভাস মিলল সিনেমার গল্পের। যে গল্পের প্রায় পুরোটা জুড়ে আছে জঙ্গি হামলার হাত থেকে দেশ বাঁচাতে এবং শত্রু হামলার বদলা নিতে বিমান বাহিনীর একদল অকুতোভয় যোদ্ধার প্রাণপণ লড়াই। এই ট্রেইলারে ভারতীয় যুদ্ধবিমান ও বিমানঘাঁটির সত্যিকারের ভিডিও ব্যবহার করেছেন নির্মাতা আনন্দ পাঠান। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর। ফাইটার’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি।