Published : 06 Mar 2024, 08:20 PM
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকার নাটক পাড়ায় মঞ্চায়িত হতে যাচ্ছে দুটি নাটক।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে নাট্যদল থিয়েটার প্রযোজিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
একই সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবে নাট্যম রেপার্টরি প্রযোজিত ‘সলিটারি কনফাইনমেন্ট’।
নাট্যদল থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার গ্লিটজকে বলেন, “এদিন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির ২০৯তম প্রদর্শনী হবে।
অন্যদিকে নাট্যম রেপার্টরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন ‘সলিটারি কনফাইনমেন্ট’ নাটকের ষষ্ঠ প্রদর্শনী হবে।
সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ প্রথম মঞ্চে নির্দেশনা দিয়েছিলেন আবদুল্লাহ আল-মামুন। পরে এটি নব-নির্দেশনা দেন তরুণ নাট্যনির্দেশক ও শিক্ষক সুদীপ চক্রবর্তী।
থিয়েটার সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালের ২৫ নভেম্বর মহিলা সমিতি মঞ্চে নাটকটি প্রথম অভিনীত হয়েছিল। ১৯৯০ সালের ২৩ মার্চ নাটকটির শততম অভিনয় হয়। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির ২০০তম প্রদর্শনী হয়।
এছাড়া ১৯৮১ সালের ১০ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে আইটিআই আয়োজিত পঞ্চম তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ভারতের বাইরে বহির্বিশ্বে এটিই ছিল প্রথম কোনো বাংলাদেশের নাট্যদলের অভিনয় প্রদর্শন।
১৯৮৭ সালের ২৫ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে নাটকটির একটি অভিনয় বিশেষ উল্লেখের দাবি রাখে।
২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত কলাকুশলী সংকটের কারণে নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ১০ বছর বিরতি দিয়ে ওই বছর থেকে সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ফের মঞ্চায়ন শুরু হয়।
বর্তমানে এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম, রাশেদুল আওয়াল, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লাইলা, তানভীর হোসেন সামদানী প্রমুখ।
অন্যদিকে নাট্যম রেপার্টরি প্রযোজিত ‘সলিটারি কনফাইনমেন্ট’ নাটকের রচয়িতা শাকিল আহমেদ এবং মঞ্চে নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা।
নাটকে অভিনয় করছেন দীপু মাহমুদ, মো. ফখরুজ্জামান চৌধুরী, জয়া আহমেদ, শুভাশীষ দত্ত তন্ময়, হাবিব মাসুদ, অনন্যা কথা, শিমুল সাইফুল, এইচ এম মোতালেব, শরিফুল ইসলাম মামুন, হিমেল হিমু।