Published : 11 Dec 2023, 05:41 PM
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন ভর্তি হয়েছেন; মারা গেছেন চারজন।
সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জনে। মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ৬৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার ৩১০ জন একং ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৩ জন।
অপরদিকে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকার। বাকি একজন ঢাকার বাইরের।
এইডিস মশাবাহিত এই রোগে এ বছর মোট ভর্তি রোগীর বেশির ভাগ ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন জেলার, ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন। আর ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ১০১ জন।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট রোগীদের ঢাকায় মারা গেছেন ৯৬১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় প্রাণ গেছে ৭০৪ জনের।
সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৪৭ জন রোগী। তাদের মধ্যে ৫৯১ জন ঢাকায় এবং ১ হাজার ১৪৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ১১ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৪ জন।
মাসওয়ারি মৃত্যুর হিসাবে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১১ দিনে ৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।