Published : 16 Oct 2016, 05:32 PM
মুখ ও চোখের গঠন সুন্দর রাখতে ভ্রু বিশেষ ভূমিকা রাখে। তাই সুন্দর করে গোছানো ভ্রু সৌন্দর্যে আলাদা মাত্রা যুক্ত করে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে মেইকআপের সাহায্যে ভ্রু কীভাবে সুন্দর ও ঘন দেখানো যায় তারই কিছু ধাপ তুলে ধরা হয়।
ভ্রু ব্রাশ করে নিন: ভ্রুয়ের আকার সঠিকভাবে বুঝতে প্রথমে ব্রাশ করে নিতে হবে। এতে ঠিক কোন দিকে ভ্রু ভরাট করে নিতে হবে তা বোঝা যাবে সহজে। তাছাড়া ব্রাশ করার ফলে ভ্রুয়ের অবাঞ্ছিত অংশগুলোও বের করা সহজ হবে। ভ্রুয়ের জন্য বিশেষ ধরনের ব্রাশ পাওয়া যায় যা স্পুলি নামে পরিচিত।
ভ্রু’র জন্য পেন্সিল ও পাউডার: মেইকআপের শেষ ধাপ হল ভ্রু আঁকা। প্রথমে পেন্সিল দিয়ে ভ্রু’র বাইরের প্রান্তগুলো এঁকে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ওই রেখা যেন বেশি গাঢ় বা স্বাভাবিক ভ্রু থেকে বেশি বাইরে ছড়িয়ে আঁকা না হয়। কারণ এতে দেখতে খারাপ দেখাবে। এরপর ভ্রু পুরোটা ভরাট করতে হবে পাউডার দিয়ে। ভ্রু’র লোম যেদিকে বৃদ্ধি পায় ঠিক সেদিকেই ব্রাশের সাহায্যে পাউডার দিয়ে ভরাট করে নিতে হবে হালকাভাবে। চুলের রংয়ের থেকে এক শেইড হালকা ব্যবহার করতে ভ্রু’র জন্য। নতুবা দেখতে অদ্ভুত দেখাবে।
ভ্রু ভরাট করার পর স্পুলি দিয়ে ব্রাশ করে নিতে হবে। এতে পাউডার ভালোভাবে মিশে যাবে এবং আকারও ঠিক থাকবে। শেষের দিকে সেটিং জেল বুলিয়ে নিতে হবে যেন পাউডার ও পেন্সিল ছড়িয়ে না যায়।
হাইলাইটার ব্যবহার: ভ্রু আঁকা শেষে এর চারপাশের বাড়তি অংশ মুছে আকার ঠিক রাখতে কনসিলার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ত্বকের রং থেকে এক শেইড হালকা কনসিলার ভ্রুয়ের উপরে ও নিচে ব্যবহার করা হলে ভ্রু দেখতে আরও সুন্দর লাগবে। শেষে ভ্রু’র নিচে পছন্দসই শেইডের হাইলাইটার ব্যবহার করা যেতে পারে।
ছবি: দীপ্ত।