নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ের আশায় কিনছেন ওএমএসের চাল ও আটা। ট্রাকের সামনে লাইন দীর্ঘ হবে জেনেও দাঁড়াচ্ছেন তারা। কেননা বাজারের চেয়ে খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেল (ওএমএস) এর মাধ্যমে বিক্রি হওয়া এই দুই খাদ্যপণ্যে বেঁচে যায় বেশ কিছু টাকা। সাম্প্রতিক সময়ে এ দৃশ্য চোখে পড়ে ঢাকার প্রায় সব এলাকাতেই।