রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। শনিবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।