বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হন ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। অতি বৃষ্টি হোক আর অল্প বৃষ্টি, সেখানে জলাবদ্ধতা হবেই। বছরের পর বছর এ দশা চললেও দেখার নেই কেউ।