যেখানে বৃষ্টি মানেই ভোগান্তি
বৃষ্টির সময়ে রাজধানীবাসীর ভোগান্তির খুব পরিচিত কারণ নিচুতে ঘরবাড়ি, নিচু সড়ক, খানাখন্দ আর ময়লা-আবর্জনায় ভরে থাকা ড্রেন। প্রতি বছর একই ভোগান্তি পোহালেও স্থায়ী মুক্তি মেলে না। কংক্রিটের নগরে উপভোগ্য বৃষ্টিও অনেক এলাকার মানুষের জন্য ব্ড্ড দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সাগরের গভীর নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টি এবারও সেই ভোগান্তিই এনেছে।