ঢাকার কমলাপুরের বিআরটিসির সামনের সড়কটি প্রায় সব সময় ধুলায় ঢাকা থাকে। হালকা যানবাহন চলাচলেও ধুলোয় ছেয়ে যায় সড়ক ও আশপাশ। কখনো কখনো এতটাই ধুলা ওড়ে যে,খুব কাছের জিনিসও দেখা যায় না।