ঈদযাত্রার আগাম টিকেটে সোমবার থেকে ট্রেনে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানী ও আশেপাশের এলাকার মানুষ। এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম ট্রেন ছেড়ে যায়। ঈদের আরও কয়েক দিন বাকি থাকায় এদিন স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। শেষ সময়ে যাত্রার ভিড় আর ভোগান্তিতে এড়াতে এদিন স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেন কর্মজীবী পুরুষেরা।