দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটানো জুলাই আন্দোলন স্মরণে ঢাকার কালশী ফ্লাইওভারের পিয়ারে আঁকা হয়েছিল নানা চিত্রকর্ম। তবে রাজনৈতিক ও বিজ্ঞাপনের পোস্টার সাঁটানোয় সেই সব আর দেখা যাচ্ছিল না। এখন কিছু পোস্টার তুলে ফেলায় আংশিক দৃশ্যমান হয়েছে এসব শিল্পকর্ম।