ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার খুললো মাসব্যাপী একুশে বইমেলার। আগের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে স্টল। তবে অনেক স্টলের গোছানোর কাজ প্রথম দিন বিকালেও শেষ করে উঠতে পারেননি কর্মীরা। বইপ্রেমীদের আনাগোনায় তা অবশ্য তেমন একটা বাধা হয়ে ওঠেনি।