Published : 28 Jun 2025, 12:07 PM
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে আয়োজনের প্রথম পর্ব। এতে বক্তব্য রাখছেন সারাদেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
দুপুর ২টায় শুরু হবে মহাসমাবেশের মূলপর্ব। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। এসময় তারা ‘নারে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন।
শাহবাগ থেকে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে টিএসসি সংলগ্ন গেইট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানালেন টাঙ্গাইলের ভুয়াপুর থেকে আসা হাসান নামের এক সমর্থক।
তিনি বলেন, “টিএসসির গেইটটা খোলা থাকলে হয়তো আমরা একটু সহজে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারতাম। কিন্তু এখন বাংলা একাডেমি হয়ে ঘুরে আসতে হচ্ছে।”
হাসান বলেন, “৫ অগাস্ট আওয়ামী লীগের পতনের পর এখন আবার নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। তা যেন হতে না পারে, ইউনূসকে সহযোগিতা করতে আমরা এখানে আসছি।”
সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।