Published : 09 Jun 2025, 09:24 PM
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার জোটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকারের আন্তরিকতা থাকলে এ সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা যাবে এবং জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে।”
জোটের নেতারা এদিন বিকালে অনলাইন সভায় মিলিত হন। সেখানে রাখাইনের জন্য করিডোর, চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ, ভারতের পুশ ইন ও ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করা নিয়ে আলোচনা করেন।
রাখাইনের জন্য করিডোর ও নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ করবে বাম গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি সফল করতে জোটের নেতারা তার আগে মঙ্গলবার চট্টগ্রাম ও বুধবার ফেনী ও কুমিল্লা সফর করবেন। এ উপলক্ষে সোমবার সভায় মিলিত হন তারা।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী সভায় কথা বলেন।